
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফার্মা এইডস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪৩ শতাংশ। কোম্পানিটি ৮৬১ বারে ২৮ হাজার ২৫৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ঢাকা ইন্স্যুরেন্সেরশেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ২৩ শতাংশ। কোম্পানিটি ৩৪৮ বারে ১ লাখ ৮৪ হাজার ২৯৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা দেশ গার্মেন্টসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৬ বারে ২ লাখ ৫৬ হাজার ৪১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – এশিয়া প্যাসিফিকের ৬.৫৭ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৬.৫১ শতাংশ, এমএল ডাইংয়ের ৬.১০ শতাংশ ,সাউথইস্ট ব্যাংকের ৫.৮৮ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৫.৪৭ শতাংশ, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের ৫.৪১ শতাংশ ও আইসিবির ৫.৩৪ শতাংশ দর বেড়েছে।
এসকেএস