বাজেট ২০২৫-২৬
কেজিতে ২ টাকা বাড়ল কৃত্রিম তন্তু ও কটন সুতার কর
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-০২ ২০:২২:১২

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে টেক্সটাইল শিল্পের অন্যতম কাঁচামাল ‘কটন সুতা, কৃত্রিম আঁশ ও অন্য আঁশের সংমিশ্রণে তৈরি ইয়ার্ন’–এর উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর প্রতি কেজিতে তিন টাকা থেকে বাড়িয়ে পাঁচ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
সোমবার (২ জুন) বিকেলে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অর্থ উপদেষ্টা বলেন, কটন সুতার উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট করের পরিমাণ প্রতি কেজি ৩ (তিন) টাকার পরিবর্তে ৫ (পাঁচ) টাকা নির্ধারণ করা হয়েছে। কৃত্রিম আঁশ এবং অন্য আঁশের সংমিশ্রণে তৈরি ইয়ার্ন-এর উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট করের পরিমাণও প্রতি কেজি ৩ (তিন) টাকার পরিবর্তে ৫ (পাঁচ) টাকা নির্ধারণ করা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে সুতার উৎপাদন ব্যয় বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টেক্সটাইল মিল মালিকরা বলছেন, কর বৃদ্ধি সরাসরি উৎপাদন খরচ বাড়াবে, যার প্রভাব পড়বে পোশাক খাতে। বিশেষ করে স্থানীয় বাজারের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা চাপের মুখে পড়তে পারেন।
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













