বর্ষীয়ান রাজনীতিক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ নিয়ে সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন পরিবারের সদস্যরা। রাজধানী থেকে সোমবার সকাল ৯টায় একটি হেলিকপ্টারে করে মরদেহ সিলেটের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। ছেলে সৌমেন সেনগুপ্ত, খালাতো ভাই জয়ন্ত, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ সঙ্গে আছেন। এ ছাড়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল হক হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনও সিলেট যাচ্ছেন।
এর আগে গত মে মাসে শ্বাসকষ্ট নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মাঝে আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালেও চিকিৎসা নেন সুরঞ্জিত সেন।
১৯৪৬ সালে সুনামগঞ্জের আনোয়ারাপুরে সুরঞ্জিত সেনগুপ্তের জন্ম। ষাটের দশকে বামপন্থি আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে জড়িয়ে পড়েন। পরে দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম ও দশম জাতীয় সংসদসহ মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন।
সুরঞ্জিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়াও তিনি সেন্ট্রাল ‘ল’ কলেজ থেকে এলএলবি করার পর আইন পেশায় যুক্ত হন। তিনি সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সদস্য ছিলেন। এ ছাড়া ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা এবং ২০০৯ সালে ক্ষমতাসীন মহাজোট সরকারের রেলমন্ত্রী ছিলেন।