প্রতিবেশী দুই দেশ আফগানিস্তান ও পাকিস্তানে ভয়াবহ তুষার ধসে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন শত শত মানুষ। রবিবার দুই দেশের সীমান্ত এলাকায় ভারী তুষার ধসের কারণে এ হতাহতের ঘটনা ঘটে। খরব আল-জাজিরার।
কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, আফগানিস্তানেই শতাধিক মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির নুরিস্তান প্রদেশেই নিহত হয়েছেন ৫০ জন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে, কর্তৃপক্ষ এএফপি জানায়, উত্তর ও মধ্য আফগান প্রদেশে আরও ৫৪ জন নিহত হয়েছেন। এছাড়া ১৬৮ বাসা-বাড়ির ভয়াবহ ক্ষতি হয়েছে এবং শত শত গবাদিপশু মারা গেছে।
এদিকে, প্রতিবেশী দেশ পাকিস্তানে তুষার ধসে তিনজন শিশুসহ ১৩ মানুষ নিহত হয়েছেন। রবিবার উত্তর-পশ্চিমাঞ্চলের এই ঘটনায় ২২ বাসা-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।