স্কুল খুলছেন জুকারবার্গ ও তাঁর স্ত্রী
প্রকাশ: ২০১৫-১০-২৬ ১২:১৯:১২
স্কুল খুলছেন মার্ক জুকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান। বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট ফেসবুকের সিইও নিজের স্কুল করছেন ক্যালিফোর্নিয়ার পালো আলটোয়। জানা গিয়েছে, স্কুলটিতে সাধারণ শিক্ষার পাশাপাশি থাকছে স্বাস্থ্যসেবা সংক্রান্ত শিক্ষার সুযোগ। জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা শুক্রবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির ইস্ট পালো আলটো শহরে স্কুলটি প্রতিষ্ঠা করা হবে। আগামী মাসেই খুলছে স্কুল। কাজ চলছে জোরকদমে।
জুকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান (৩০) পেশায় একজন চিকিৎসক। এর পাশাপাশি শিক্ষকতাও করেন তিনি। মূলত শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ে জ্ঞানের অভাব দেখে তিনি এই ধরনের স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা করেছেন।
ফেসবুক পোস্টে জুকারবার্গ নিজেই জানান নিজের পরিকল্পনার কথা। তিনি লিখেছেন, “স্বাস্থ্য ও শিক্ষা অঙ্গাঙ্গীভাবে জড়িত। শিশুদের স্বাস্থ্য ভালো থাকলে তারা সহজেই শিখতে পারবে।” পূর্ব পালো আলটোর বেশিরভাগ বাসিন্দাই গরিব। ফেসবুকের এই স্কুলের ফলে ওই অঞ্চলের অধিবাসীরা উপকৃত হবেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
সানবিডি/ঢাকা/এসএস