রোববার, ৫ জানুয়ারী ২০২৫
রাতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া
প্রকাশিত - ফেব্রুয়ারি ৬, ২০১৭ ১১:৩০ এএম
দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সোমবার রাত ৯টায় বিএনপির গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে করণীয় চূড়ান্ত করতে এ বৈঠক ডাকা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। দলটির একজন নীতিনির্ধারক জানান, কয়েক দিনের মধ্যেই নির্বাচন কমিশন পুনর্গঠন করবেন রাষ্ট্রপতি। স্বাধীন কমিশন গঠন করা না হলে দলের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।
Copyright © 2025 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.