সূচকের পতনে লেনদেন তলানিতে

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৬-০৩ ১৫:০২:২৭


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। টাকার পরিমানে লেনদেন কমে তলানিতে নেমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৬৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৪৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৩ টির, দর কমেছে ২৩৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬২ টির।

ডিএসইতে ২২৯ কোটি ৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৭ কোটি ২৪ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ২৭৬ কোটি ৩০ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯১ পয়েন্টে।

সিএসইতে ১৭৬ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৯ টির দর বেড়েছে, কমেছে ৮১ টির এবং ৩৬ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

এসকেএস