দর বৃদ্ধির শীর্ষে সোনালী আঁশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৬-০৩ ১৬:১৪:৫৪


সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ২০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৫৫৮ বারে ২ লাখ ৪৩ হাজার ৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৪ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সি পার্লের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৮৬১ বারে ২৮ লাখ ১৫ হাজার ১৫৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৫৯ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৭৩ শতাংশ। ফান্ডটি ৬৪৯ বারে ২২ লাখ ৬৩ হাজার ৪৫৬ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৪৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – সমতা লেদারের ৫.১৯ শতাংশ, জিমিনি সি ফুডের ৪.১৫ শতাংশ,আই সি বি এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড ওয়ানের ৪.০০ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৩.৮৯ শতাংশ , সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৩.২৪ শতাংশ, ফার্স্ট ব্যাংক ফিক্সড ইনকাম ফান্ডের ২.৯৪ শতাংশ ও আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২.৭০ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস