
ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাংশে চলমান সংঘর্ষে তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
এর কয়েক ঘণ্টা আগেই হামাসের সশস্ত্র শাখা জানায়, গাজার উত্তরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের ‘তীব্র সংঘর্ষ’ চলছে। হামাসের যোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলেছে বলে দাবি করেছে সংগঠনটি।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল-গাজা যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের ভাষ্য, ওই দিন হামাসের সশস্ত্র সদস্যরা সীমান্ত পেরিয়ে দেশটির ভেতরে প্রবেশ করে বাসাবাড়ি, যানবাহন ও একটি সংগীত উৎসবে হামলা চালায়। এতে ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন ও ২৫১ জনকে গাজায় জিম্মি করে নেওয়া হয়। এছাড়া হামাসের হাতে আগে থেকেই চারজন বন্দি ছিল বলেও দাবি করে ইসরায়েল।
প্রতিশোধ হিসেবে ইসরায়েল গাজাজুড়ে ভয়াবহ সামরিক অভিযান শুরু করে। টানা কয়েক মাসের হামলায় এ পর্যন্ত ৫৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজাভিত্তিক কর্তৃপক্ষ। ধ্বংস হয়েছে অধিকাংশ ভবন ও অবকাঠামো। বাস্তুচ্যুত লাখো মানুষ বর্তমানে অস্থায়ী আশ্রয় শিবিরে দুর্বিষহ অবস্থায় দিন কাটাচ্ছেন।
উত্তর গাজায় নতুন করে সংঘর্ষের তীব্রতা এবং ইসরায়েলি সেনা নিহতের খবরে সেখানে আরও সহিংসতা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সূত্র: রয়টার্স
এনজে