বাংলাদেশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে দারুণ অবস্থানে রয়েছে ভারত ‘এ’দল। হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে স্বাগতিক ভারত ‘এ’দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
গতকাল নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ততটা সুবিধা করতে পারেনি বাংলাদেশি ব্যাটসম্যানরা। ৬৭ ওভার ব্যাট করে ৮ উইকেটে ২২৪ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ব্যাট হাতে ওই পিচে রানের জন্য সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশি ব্যাটসম্যানদের।
তবে বাংলাদেশের ২২৮ রানের বিপরীতে ব্যাট করতে নেমে দারুণ নৈপুণ্য দেখাচ্ছে ভারত ‘এ’ দলের ব্যাটসম্যানরা। গতকাল ২১ ওভার ১ উইকেটে ৯১ রান তুলে প্রথম দিনটি শেষ করেছিল ভারত ‘এ’ দল। আজ সেখান থেকে ব্যাট করতে নেমে বেশ দৃঢ়তার পরিচয় দিচ্ছেন স্বাগতিক ব্যাটসম্যানরা। গতকাল ৪০ রানে অপরাজিত থাকা ওপেনার প্রিয়াঙ্ক কিরিত পাঞ্চল আজ সেঞ্চুরি তুলে নিয়েছেন। তার সঙ্গে ২৯ রানে অপরাজিত থাকা শ্রেয়াস আয়ারও সেঞ্চুরি (১০০) তুলে নিয়ে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন।
লাঞ্চ বিরতির পর্যন্ত ভারত ‘এ’ দলের সংগ্রহ ২ উইকেটে ২৪৩ রান। ১০৩ রানে অপরাজিত প্রিয়াঙ্ক কিরিত পাঞ্চল।