মুসলমানদের নেতিবাচকভাবে উপস্থাপন করায় ‘রইস’এ নিষেধাজ্ঞা
প্রকাশ: ২০১৭-০২-০৭ ১১:০০:১৯
ভারতীয় ছবির উপর থেকে গত সপ্তাহেই পাকিস্তান সরকার নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে সম্প্রতি মুক্তি পাওয়া হৃত্বিক রোশনের ‘কাবিল’ দেখানো হলেও ‘রইস’ এর মুক্তি আটকে দিয়েছে পাকিস্তান সেন্সর বোর্ড।
আপত্তিকর থিম থাকার কারণেই ‘রইস’কে ছাড়পত্র দেওয়া হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাকিস্তান সেন্সর বোর্ডের বক্তব্য, বলিউডের এই ছবিটিতে মুসলিমদের নেতিবাচকভাবে দেখানো হয়েছে। ইসলামকে খাটো করা হয়েছে। মুসলিমদের অপরাধী ও জঙ্গি হিসেবেও তুলে ধরা হয়েছে। তাই মুক্তির অনুমতি দেয়া হয়নি।
পরিবেশক হাম ফিল্মস পাকিস্তানের সিনেমা হলগুলোয় ‘রইস’ এর রিলিজের ছাড়পত্র পেতে গত সপ্তাহেই আবেদন জানিয়েছিল।
রাহুল ঢোলাকিয়া পরিচালিত শাহরুখ খান ও মাহিরা অভিনীত ‘রইস’ ভারতে মুক্তি পায় গত ২৫ জানুয়ারি।