বাংলাদেশ ফুটবল দলকে সেনাবাহিনীর শুভেচ্ছা
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৫-০৬-১১ ১৪:১৭:০৫

বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (১১ জুন) সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই বার্তা দেওয়া হয়।
পোস্টে লেখা হয়, ভালো খেলা উপহার দেওয়ায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে আন্তরিক ধন্যবাদ। তোমাদের নৈপুণ্য গর্বিত করেছে পুরো জাতিকে। সামনে আরও উজ্জ্বল হোক তোমাদের পথচলা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সকল প্রচেষ্টাকে জানাই আন্তরিক সাধুবাদ।
উল্লেখ্য, মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও ২-১ গোলে হারে বাংলাদেশ। ম্যাচের অন্তিম সময়ে শাহরিয়ার ইমনের হেডে গোলের সম্ভাবনা জাগলেও তা দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন সিঙ্গাপুরের গোলকিপার। তবুও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট দেশের মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠান।
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












