অস্ট্রেলিয়া সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৫-০৬-১১ ১৪:৪৭:২৮

অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে চমকে ঠাঁসা দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের নিয়মিত মুখ কেমার রোচ। কিন্তু ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা হয়নি এই ফাস্ট বোলারের। এই সিরিজে ব্যাটিং শক্তিশালী করতে ফেরানো হয়েছে শাই হোপ ও জন ক্যাম্পবেলকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ঘোষিত দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ফাস্ট বোলার জোহান ল্যান। এছাড়া টেস্টে প্রথমবার ডাক পেয়েছেন সাদা বলে দলের নিয়মিত সদস্য ব্রেন্ডন কিং ও কেভলন অ্যান্ডারসন। জায়গা ধরে রেখেছেন অ্যান্ডারসন ফিলিপ।
এই সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন চক্র শুরু করবে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। জ্যামাইকার স্যাবাইনা পার্কের এই টেস্টটি হবে দিবারাত্রির, যা ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ও স্যাবাইনা পার্কে অনুষ্ঠিতব্য দ্বিতীয় গোলাপি বলের টেস্ট।
রোচ সবশেষ পাকিস্তানের বিপক্ষে খেলেছেন। সেই সিরিজের শেষ টেস্টের শেষ ইনিংসে ১২০ রানে ২ উইকেট শিকার করেন। মুলতানের সেই টেস্টে সব মিলিয়ে ৪ উইকেট শিকার করেছিলেন। এর আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ২ টেস্টে শিকার করেছিলেন ৯ উইকেট। এরপর ওয়েস্ট ইন্ডিজের প্রথম শ্রেণির প্রতিযোগিতায় বার্বাডোসের হয়ে এবং কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলেছেন।
রোচের বাদ পড়া নিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘বিবেচনায় থাকলেও অভিজ্ঞ পেসার কেমার রোচকে দলে অন্তর্ভূক্ত করা হয়নি এবগ্ন তাকে যথাযথভাবে এ বিষয়ে জানিয়ে দেয়া হয়েছে।’
বার্বাডোসের ২১ বছর বয়সী ফাস্ট বোলিং অলরাউন্ডার ল্যানকে ১৬ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে। ১৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৬৩ উইকেট শিকার করেছেন তিনি। অন্যদিকে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ফিলিপ ২০২২ সালের ডিসেম্বরের পর পাকিস্তানের বিপক্ষে সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছিলেন। কোনো ম্যাচ খেলার সুযোগ না পেলেও অস্ট্রেলিয়া সিরিজের দলে জায়গা ধরে রেখেছেন তিনি। গ্রস আইলেটে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চলমান আনঅফিসিয়াল টেস্টে ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন তিনি।
দলের প্রধান স্পিনার রোস্টন চেজ অধিনায়ক এবং আরেক স্পিনার জোমেল ওয়ারিক্যান তার সহকারী হিসেবে থাকবেন।
২০২১ এর নভেম্বর-ডিসেম্বরের পর প্রথমবার টেস্টে ফিরছেন শাই হোপ। ৩৮ টেস্টের ক্যারিয়ারে ৪১.৮৫ গড়ে রান করেছেন তিনি।
পাকিস্তান সিরিজের দল থেকে সাবেক অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট, জাস্টন গ্রেভস, টেলভিন ইমলাচ এবং মিকাইল লুইস জায়গা ধরে রাখলেও উইকেটকিপার জশুয়া ডি সিলভা, আলিক আথানজে, আমির জাঙ্গু, কাভেম হজ, গুদাকেশ মোতি এবং কেভিন সিনক্লায়ার জায়গা হারিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের চ্যাম্পিয়নশিপে এবারের আসরে দ্বিতীয় সর্বোচ্চ ৫৮৩ রান করেই দলে জায়গা হয়নি ডি সিলভার। অন্যদিকে জেসন মোহাম্মদ আসরের সর্বোচ্চ ৬৭৯ রান করেও নজর কাড়তে পারেননি। ৩৮ বছর বয়সী মোহাম্মদ কখনোই ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট খেলেননি। এমন পারফরম্যান্সের পরও উপেক্ষিত থেকে গেলেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিক্যান (সহঅধিনায়ক), কেভলন অ্যান্ডারসন, ক্রেইগ ব্রাথওয়েট, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, জাস্টিন গ্রেভস, শাই হোপ, টেভিন ইমলাচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, জোহান ল্যান, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ ও জেডন সিলস।
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












