ভারতে বিধ্বস্ত বিমানে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও ছিলেন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-০৬-১২ ১৬:১৭:৩৩


ভারতের গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। প্রাথমিকভাবে বিমানটিতে ২৩২ যাত্রী ও ১০ ক্রু সদস্য ছিলেন বলে জানা গেছে। বিধ্বস্ত বিমানটিতে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ার টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের যাত্রীদের তালিকায় বিজয় রুপানীর নাম ছিল। তিনি জেড ক্লাসের যাত্রী ছিলেন। লন্ডনে তিনি মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

প্রতিবেদনে মতে, বিজয় রুপানির ভাগ্যে কী ঘটেছে এখনো জানা যায়নি। কারণ বিধ্বস্ত বিমানের যাত্রীদের নিহত ও আহতের তথ্য এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

বিজয় রুপানি ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন বিজয়। রাজকোট পশ্চিমের বিধায়কও ছিলেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, বিমানটি উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের যাচ্ছিল বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা থেকে ২টার মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। এতে বহু হতাহতের আশঙ্ক করা হচ্ছে। তবে কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়।

এতে আরও বলা হয়, দুর্ঘটনাটি উড্ডয়নের পরপরই ঘটে। যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি আবাসিক এলাকা বলে ধারণা করা হচ্ছে। ওই এলাকার সব রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

দুর্ঘটনার পর জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে ছুটে যায়, যার মধ্যে সাতটি দমকলের ইঞ্জিনও রয়েছে। কমপক্ষে এক ডজন অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ এলাকা থেকে যানবাহন সরিয়ে নিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে তারা বিমানবন্দর এলাকা থেকে কিছু লোককে হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন।

বিএইচ