ভারতের উত্তরপ্রদেশের এই ঘটনা প্রকাশ্যে আসায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। গার্লস জুনিয়র হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীদের গত শনিবার অর্ধনগ্ন অবস্থায় স্কুল চত্বরে ঘোরানো হয় বলে অভিযোগ। হোমওয়ার্ক না করে আসাই অপরাধ। আর সেই অপরাধেই ছাত্রীদের অর্ধনগ্ন করে স্কুলের মধ্যে ঘোরাল প্রধান শিক্ষিকা! ছাত্রীদের স্কুলের ভিতরে রীতিমতো স্ট্রিপটিজ করিয়ে সেই ছবি ক্যামেরাবন্দি করে রাখে সে। হুমকি দেয়, পরদিন থেকে হোমওয়ার্ক না করে আসলে, সেই অর্ধনগ্ন ছবিই ইন্টারনেটে ছড়িয়ে দেবে।
স্কুলের প্রধান মিনা সিংয়ের এই ঘটনায় জড়িত থাকারও অভিযোগ উঠেছে। জানা গেছে, ছাত্রীদের উচিত শিক্ষা দিতে সেই নাকি এমন অদ্ভুত শাস্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই ঘটনা প্রকাশ্যে আসার পর, ছাত্রীদের অভিভাবকরা জেলা শাসকের কাছে অভিযোগ জানান। বিষয়টি নজরে আসতে তখনই শিক্ষিকাকে সাসপেন্ড করা হয় বলে জানা গেছে।