ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলায় ১০ ইসরায়েলি আহত
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৫-০৬-১৪ ১২:০০:২৪

নতুন করে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন ইসরায়েলি আহত হয়েছেন। ইসরায়েলি জরুরি পরিষেবা বিভাগ মেগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংস্থাটি বলেছে, কিছুক্ষণ আগে রেড অ্যালার্ট সাইরেন জারি করা হয়েছে। আমাদের জরুরি স্বাস্থ্য কর্মী (ইমার্জেন্সি মেডিক্যাল টেকনিশিয়ান্স বা ইএমটি) এবং প্যারামেডিকরা ক্ষেপণাস্ত্র হামলার স্থলে গেছেন।
ওই পোস্টে আরও বলা হয়, আহতরা সবাই হালকা থেকে মাঝারি মানের আঘাতপ্রাপ্ত হয়েছেন।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












