
ঈদ পরবর্তী প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৬৫ বারে ১৯ লাখ ৯৫ হাজার ৮৫৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ১৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা দেশ গার্মেন্টসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ৪৮২ বারে ১ লাখ ২৩ হাজার ৫৯৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বীচ হ্যাচারীর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৩২৯ বারে ৩১ লাখ ৬৮ হাজার ১৮১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৬৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –লাভেলোর ৭.৮৯ শতাংশ, টেকনো ড্রাগসের ৬.০২ শতাংশ, পিপলস লিজিংয়ের ৫.৫৬ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টের ৫.০০ শতাংশ ,আলিফ ইন্ডাস্ট্রিজের ৪.৮৮ শতাংশ ও ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ডের ৪.৭৬ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যিউটি ম্যানেজমেন্ট ফান্ডের ৪.৫৮ শতাংশ ও বসুন্ধরা পেপাররের ৪.৩৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস