
ঈদ পরবর্তী প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৫৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৮ বারে ৩ হাজার ৯৪০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮০ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ২২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪০ বারে ১৮ হাজার ১৭৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা আনলিমা ইয়ার্নের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯ বারে ১ হাজার ৯৫৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে– শ্যামপুর সুগার মিলসের ৬.৪৯ শতাংশ, নূরানি ডাইংয়ের ৬.২৫ শতাংশ, জুট স্পিনার্সের ৫.৪৫ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানির ৫.০০ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৪.৯০ শতাংশ ,নিউ লাইন ক্লথিংয়ের ৪.৬৯ শতাংশ এবং ফ্যামিলি টেক্সের ৪.৩৫ শতাংশ শেয়ার দর কমেছে।
এসকেএস