
‘ট্রু প্রমিজ-৩’ নামে অভিযানের অংশ হিসেবে ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানিয়েছে ইরান।
রোববার (১৫ জুন) ইসরায়েলি আগ্রাসনের তৃতীয় দিনে তেহরানের বিভিন্ন নতুন লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরপরই এ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
ইরান থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশের কয়েক মিনিট পরই এই বিবৃতি দেওয়া হয়েছে। এতে ইসরায়েলি নাগরিকদের সুরক্ষিত এলাকায় চলে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। নাগরিকদের সুরক্ষিত এলাকায় যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে বলা হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর পরই ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং আশকেলনসহ বেশ কয়েকটি শহরে সাইরেন বেজে উঠেছে।
তবে, নতুন এই হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এর আগে, শনিবার রাতভর পাল্টা-পাল্টি হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েল ও ইরান। এতে উভয় দেশেই বহু মানুষ হতাহত হয়েছেন।
এম জি