বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
প্লট জালিয়াতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যানসহ আটক ২
প্রকাশিত - ফেব্রুয়ারি ৯, ২০১৭ ১:৩৯ পিএম
রাজউকের প্লট বরাদ্দ জালিয়াতির মামলায় গ্রেফতার হলেন প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান ইকবার উদ্দিন চৌধুরী ও শিল্পপতি এমএ হাসেমের ছোট ছেলে সৈকত আলী।
বৃহস্পতিবার ভোরে ইকবাল উদ্দিন চৌধুরীকে গুলশানের বাসা থেকে ও পরিবাগের ফ্ল্যাট থেকে সৈকত আলীকে গ্রেফতার করে (দুদক) দুর্নীতি দমন কমিশন।
দুদকে জনসংযোগ কর্মকর্তা জানান, বুধবার দুদক কর্মকর্তা সিলভিয়া ফেরদৌস বাদী হয়ে মতিঝিল থানায় এ সংক্রান্ত মামলাটি করেন। মামলায় বলা হয়, গুলশান এলাকায় ১০ কাঠার দুইটি প্লট অবৈধভাবে বরাদ্দ দেয় রাজউক। বরাদ্দের সময় রাজউকের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেন ইকবাল সোহবান চৌধুরী। এসব অভিযোগ তদন্ত করতেই আজ ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়।
সানবিডি/ঢাকা/এসএস
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.