জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনের অনুমতি

সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-০৬-১৭ ১২:০৯:৫৭


জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান স্বাক্ষরিত এক অফিস সার্কুলার সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ১৯৯৪ সালের কোম্পানিস অ্যাক্ট (২০২০ সালে সংশোধিত), ধারা ১১ উপধারা (৭) অনুযায়ী “রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি)” এবং “বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)” কর্তৃক জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে।

জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পরিবর্তন হয়ে এখন থেকে হবে জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এই নাম পরিবর্তন তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

 

এসকেএস