
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ১২৮ বারে ২ লাখ ৪৭ হাজার ৩৯০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা জাহিন স্পিনিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৬২ শতাংশ। কোম্পানিটি ৫২৯ বারে ১৬ লাখ ১২ হাজার ২০৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা মুন্নু এগ্রোর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪১৭ বারে ৫৬ হাজার ৫১৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৭৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – সিলকো ফার্মার ৫.৫২ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টের ৫.০০ শতাংশ, সোনার বাংলার ৩.৮৩ শতাংশ, এনআরবি ব্যাংকের ৩.০৯ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৩.০৬ শতাংশ, সিলভা ফার্মার ৩.০৬ শতাংশ ও কে এন্ড কিউয়ের ২.৯৬ শতাংশ , শেয়ার দর বেড়েছে।
এসকেএস