দর পতনের শীর্ষে ইউনিয়ন ক্যাপিটাল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৬-১৭ ১৫:৪৯:২৫


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৩ বারে ১ লাখ ৮৪ হাজার ২০০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নূরানি ডাইংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৩ বারে ২ লাখ ৬৩ হাজার ২৯৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা আইসিবি সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। ফান্ডটি ২ হাজার ৬০ বারে ১ লাখ ৭০ হাজার ৮২৫ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–ভ্যানগার্ড রূপালী ব্যালেন্স ফান্ডের ৫.০০ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৪.৯২ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৪.৫৫ শতাংশ, এম আই ডাইংয়ের ৪.৩০ শতাংশ, রতনপুর স্টিলের ৪.১৭ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৪.০৪ শতাংশ এবং তিতাস গ্যাসের ৩.৯৮ শতাংশ দর কমেছে।

 

এসকেএস