বিদেশি এজেন্টের মাধ্যমে দেশীয় পণ্যের বিজ্ঞাপন বিল পরিশোধে ছাড়
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৬-১৭ ২০:০১:৫২

বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন বিদেশি এজেন্ট বা কোম্পানির মাধ্যমে প্রচার বাবদ বিল পরিশোধ সহজ করল বাংলাদশ ব্যাংক। নতুন নিয়মে অনুমোদিত ডিলার ব্যাংক (এডি) দেশের পণ্য বিদেশি এজেন্টের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচারের বিল পরিশোধে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি লাগবে না। তবে লেনদেন সহজতর করা হলেও বিজ্ঞাপন সংস্থা-গ্রাহকদের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারের পাওনা পরিশোধে কিছু শর্ত মেনে চলতে হবে।
মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের এডি শাখার প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বিদেশি এজেন্ট বা কোম্পানির মাধ্যমে দেশীয় পণ্যের প্রচার বাবদ বিল পরিশোধ বৈধ চুক্তিপত্রের কপি, ইনভয়েসের কপি, বিল পরিশোধরের পাওনার পরিমাণ, কর কর্তনের প্রমাণপত্রসহ যাবতীয় খরচের বিবরণী সংরক্ষণ করতে হবে। সংশ্লিষ্ট এজেন্টের পক্ষ থেকে একটি অঙ্গীকারনামা এবং বিলের বেশি অর্থ পাঠালে তা তাৎক্ষণিকভাবে বাংলাদেশে ফেরত আনার বিকল্প বিষয়ে সুনির্দিষ্ট তথ্য থাকতে হবে।
আর বিজ্ঞাপনের পাওনার তথ্য যাচাই সন্তুষ্টজনক হলে ব্যাংকের এডি শাখাগুলো এজেন্টকে ডলার পরিশোধ করবে। এই বিল পরিশোধের আগে এজেন্টের পাওনার আবেদনের ব্যাংকের এডি শাখায় সরাসরি হস্তান্তর করতে হবে। আর পাচার প্রতিরোধে ব্যাংকের এডি শাখা গ্রাহকভিত্তিক নথিপত্র সংরক্ষণ করবে এবং অনুলিপি বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে প্রতিবেদন আকারে জমা দিবে।
বিএইচ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













