সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে ১৪ কোম্পানি ও দুই মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট এক কোটি ১০ লাখ ৯৩ হাজার ৪৫১টি শেয়ার বা ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৯১ কোটি ৯৩ লাখ টাকা।লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন করেছে এল আর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। এই ফান্ড ৬৫ লাখ ইউনিট লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৪ কোটি ৮৭ লাখ টাকা।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১১ লাখ ৮৪ হাজার ৬৯৪টি শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৩৬ কোটি ৩২ লাখ টাকা।
ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ৯ লাখ ৭৬ হাজার ৫০০টি ইউনিট লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৭৫ লাখ টাকা।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টস, বিডি ফিন্যান্স, ব্রাক ব্যাংক, বিএসআরএম স্টিল, সিএমসি কামাল, দেশবন্ধু পলিমার, গ্রামীণ ফোন, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, মালেক স্পিনিং, ওয়ান ব্যাংক, আরএকে সিরামিকস ও আরএসআরএম স্টিল লিমিটেড।