বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
অ্যাঙ্গোলায় ফুটবল ম্যাচে পদপিষ্ট হয়ে নিহত ১৭
প্রকাশিত - ফেব্রুয়ারি ১১, ২০১৭ ৫:৪৪ পিএম
অ্যাঙ্গোলায় এক ফুটবল স্টেডিয়ামের গেট দিয়ে একসঙ্গে শত শত সমর্থক ঢুকতে গিয়ে পদপিষ্ট হয়ে মারা গেছেন ১৭ জন। মৃতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
শুক্রবার রাতে অ্যাঙ্গোলার উত্তর-পশ্চিমের উইজে শহরে সান্তা রিতা ডে সাসিয়া ও রেক্রিয়াটিভো ডে লিবোলোর মধ্যে ম্যাচ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
অ্যাঙ্গোলা পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। ৫৬ জন গুরুতর আহত। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের মধ্যে প্রচুর শিশুও রয়েছে।
পুলিশের ভাষ্য, দুর্ঘটনার শিকার সমর্থকরা 'সম্ভবত' টিকিট না কেটে খেলা দেখতে ঢুকেছিল। ম্যাচ দেখতে স্টেডিয়াম অনেক আগেই পরিপূর্ণ হয়ে যায়। এরপরও অনেক মানুষ স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করলে দুর্ঘটনাটি ঘটে।
রেক্রিয়াটিভো ডে লিবোলো ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচ চলাকালীন প্রচুর দর্শক গেট ভেঙে ঢোকার চেষ্টা করে। এর ফলে পদপিষ্ট হয়ে মারা যান অনেকে। অ্যাঙ্গোলিয়ার ফুটবল ইতিহাসে এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা।
গোটা ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট জোস এডুয়ার্ডো ডে স্যান্তোস।
এর আগে ২০১০ সালে আইভরি কোস্ট ও মালাউইয়ের মধ্যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ চলাকালীন পদপিষ্ট হয়ে মারা যান কমপক্ষে ১৯ জন। ২০০১ সালে ঘানার আক্রা স্পোর্টস স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে মারা যান ১২৭ জন। ১৯৬৪ সালে পেরু-আর্জেন্তিনা ম্যাচে দু’দলের সমর্থকদের সংঘর্ষে মৃত্যু হয় ৩২০ জনের।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.