বিসিবির বোর্ড সভা বিকেলে
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২৫-০৬-১৯ ১৫:০২:২০

বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণের পর আজ বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো বোর্ড সভা ডেকেছেন আমিনুল ইসলাম বুলবুল। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল ৩টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে এই সভা হওয়ার কথা রয়েছে।
এবারের বোর্ড মিটিংয়ের প্রধান আলোচ্যসূচির মধ্যে থাকছে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের ২৫ বছর পূর্তি উদযাপন। ভারতের বিপক্ষে ২০০০ সালের জুনে অনুষ্ঠিত সেই টেস্টটি বিসিবি সভাপতি বুলবুলের কাছেও বিশেষ এক ম্যাচ। সেই ম্যাচে দেশের হয়ে সাদা জার্সিতে প্রথম সেঞ্চুরি করেছিলেন তিনি। তাই আয়োজনটা যে জমকালো হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই।
বিসিবির সূত্রে জানা গেছে, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের রজত জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে বিশেষ ক্রিকেট কার্ণিভাল অনুষ্ঠান আয়োজন করবে বিসিবি। জেলা এবং বিভাগ পর্যায়েও ক্রিকেট ম্যাচের আয়োজন থাকবে এই কার্নিভালে। আর জমকালো সমাপনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।
২২ জুন থেকে শুরু হবে এই উৎসব, যা চলবে ২৬ জুন পর্যন্ত। সমাপনী দিনে মিরপুরে জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থাকায় অবশ্য বর্তমান টেস্ট ক্রিকেটাররা এই জমকালো অনুষ্ঠানে থাকতে পারছেন না।
ক্রিকেট কার্নিভাল ছাড়াও আজ বিসিবির আলোচনায় থাকবে বেশকিছু অসম্পূর্ণ কাজ। এর মধ্যে আছে বকেয় প্রকল্প, মাঠ উন্নয়ন এবং সংস্কার ও প্রশাসনিক কিছু বিষয়।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












