মানবসেবায় যেসব প্রাণীরা কাজ করে

প্রকাশ: ২০১৫-১০-২৬ ১৩:১৯:১৮


Snakমানব সভ্যতার শুরুর সময় থেকে জীবজন্তুরা মানুষকে বিভিন্ন কাজে ( নিরাপত্তা, খাদ্য, আরাম আয়েশ ইত্যাদিতে) সহায়তা করে আসছে। এই কাজের জন্য ভালোবাসা ও একটু যত্ন ছাড়া কোনরকম মূল্যই চায় না তারা। খুবই জনপ্রিয় উপকারী জীবজন্তু হিসেবে কুকুর, ঘোড়া, গরু ইত্যাদি প্রাণীর কথা আমরা জানি। কিন্তু আমরা অনেকেই জানিনা এমন আরো কিছু জীবজন্তু আছে যারা মানুষের জন্য কাজ করে যাচ্ছে এবং যা আমাদের কাছে মনে হবে অবাস্তব। যেমন আপনি কি জানেন যে যুদ্ধক্ষেত্রে কাজ করে ডলফিন?
আসুন তাহলে জেনে নেই সেই সব জীবজন্তুর নাম ও তাদের কাজগুলো সম্মন্ধে।
১। সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী যারা যোদ্ধা হিসেবে কাজ করে
হাঁ ডলফিন, বটলনোস ও ক্যালিফোর্নিয়ার সি লায়ন অ্যামেরিকার নৌ বাহিনীতে যুদ্ধক্ষেত্রে কাজ করে। এরা সমুদ্রের মাইন খোঁজার কাজে ব্যবহৃত হয়।
২। বিদ্যুৎ প্রদানকারী – ইলেকট্রিক ইল
সৃষ্টিকর্তা সকল প্রাণীকেই আত্মরক্ষার জন্য কিছু ক্ষমতা দিয়েছেন। ইলেকট্রিক ইল-এর এমন একটি ক্ষমতা আছে যা দ্বারা সে বিদ্যুৎ সরবরাহ করতে পারে। দক্ষিণ অ্যামেরিকার ইলেকট্রিক ইল ৮ ফুট লম্বা হয়ে থাকে এবং এরা ৫০০-৬০০ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। গবেষক ও ইঞ্জিনিয়াররা কাজ করে যাচ্ছে কীভাবে এই ইল এর বিদ্যুৎ কোষ কে বায়ো মেডিক্যাল ডিভাইস অথবা ইলেকট্রনিক ডিভাইস এ ব্যবহার করা যায়।
৩। ইঁদুর- ল্যান্ড মাইন ডিটেক্টর
ল্যান্ড মাইন খোঁজার কাজে আফ্রিকার বৃহদাকার ইঁদুর ( Giant pouched rat ) ব্যবহার করা হচ্ছে। এরা খুব দ্রুত শিখে নিতে পারে। APOPO নামক একটি মানবিক সংস্থা ইঁদুরকে প্রশিক্ষণ দিচ্ছে। ধ্বংসস্তুপের ভিতর থেকে মানুষকে খোঁজে বের করার, গ্যাস লাইন এর লিকেজ খুঁজে বের করার প্রশিক্ষণও দিচ্ছে। এমনকি মানুষের থুতুর স্যাম্পল থেকে যক্ষ্মার জীবাণুর উপস্থিতি নির্ণয় করার প্রশিক্ষণও এদেরকে দেয়া হচ্ছে।
৪। ম্যাসাজ থেরাপিতে সাপ
ইসরাইল-এর কিছু স্পা’তে বডি ম্যাসাজ করানো হয় অবিষাক্ত সাপ দিয়ে। স্পা এর মালিক জানিয়েছেন, যখন মানুষ ভয় কাটিয়ে নিজের শরীরের উপর সাপকে রাখতে দেয় তখন সে শীতল অনুভূতি পায় ও রিলাক্স হতে পারে। শরীর ম্যাসাজ এর জন্য ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডা কিং স্ন্যাক, কর্ণ স্ন্যাক ও মিল্ক স্ন্যাক ব্যবহার করা হয়।তাই ভবিষ্যতে কোন বিউটি স্পাতে গিয়ে সাপের হিস হিস শব্দ শুনে অবাক হবেন না যেন!

সানবিডি/ঢাকা/এসএস