
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৫২ বারে ২ লাখ ৫৪ হাজার ১১৭ হাজার ৪৫২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ২৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা স্টাইল ক্রাফটের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ৮৬৩ বারে ৩ লাখ ৯ হাজার ২২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আলহাজ্ব টেক্সটাইল মিলসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৪৬ শতাংশ। কোম্পানিটি ৭০৯ বারে ১ লাখ ৫৯ হাজার ৭৫২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৯১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – লিগ্যাসী ফুটের ৪.৮৪ শতাংশ, রহিম টেক্সটাইলের ৪.৮২ শতাংশ, এম আই ডাইংয়ের ৩.৩৭ শতাংশ, বিডি থাইয়ের ৩.২০ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ২.৯০ শতাংশ, ন্যাশনাল টিউবসের ২.৩২ শতাংশ ও ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২.৩২ শতাংশ দর বেড়েছে।
এসকেএস