দর পতনের শীর্ষে শ্যামপুর সুগার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৬-১৯ ১৫:৫৫:৩১


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার  দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১১০ বারে ৭ হাজার ৩৬৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮০ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা আনলিমা ইয়ার্নের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৫১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৮ বারে ৩১ হাজার ৬৩৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সিলকো ফার্মার শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৮৪ বারে ১০ লাখ ১ হাজার ৮৭৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৫.৪১ শতাংশ,জুট স্পিনার্সের ৫.২৫ শতাংশ, পিপলস লিজিংয়ের ৫.০০ শতাংশ,গ্লোবাল ইন্স্যুরেন্সের ৪.৮৩ শতাংশ,সুহৃদ টেক্সটাইলের ৪.৫৫ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৪.৪৯ শতাংশ এবং এস আলম কোল্ড রোলের ৪.২৯ শতাংশ দর কমেছে।

 

এসকেএস