
ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত ভয়াবহ আকার ধারণ করেছে। এ অবস্থায় এটি আরও বাড়তে থাকলে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
শুক্রবার (২০ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
আন্তোনিও গুতেরেস লিখেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত দ্রুত বৃদ্ধি পাচ্ছে, ভয়াবহ পরিণতি বয়ে আনছে। বেসামরিক নাগরিকদের হত্যা ও আহত করা হচ্ছে। ঘরবাড়ি ও বেসামরিক অবকাঠামো ধ্বংস করা হচ্ছে। পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে চলমান এই সংঘাতের বিস্তার এমন এক আগুন জ্বালাতে পারে যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। আমাদের তা হতে দেওয়া উচিত নয়।
এম জি