
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৩ দশমিক ১৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১১৬.৪০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ১২ দশমিক ১৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪৬.২০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা আনলিমা ইয়ার্নের শেয়ার দর কমেছে ৭ দশমিক ৩৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২০.১০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-আরএসআরএম স্টিলের ৭.২২ শতাংশ, এসইএমএল গ্রোথ ফান্ডের ৭.০২ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৬.৪৫ শতাংশ, নূরানী ডাইংয়ের ৬.২৫ শতাংশ, মিথুন নিটিংয়ের ৬.২১ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৬.০৮ শতাংশ এবং ফাস ফাইন্যান্সের ৬.০৬ শতাংশ।
এসকেএস