দিনের শুরুতেই মিরাজ সাজঘরে
প্রকাশ: ২০১৭-০২-১২ ১১:০৬:৫২

হায়দ্রাবাদ টেস্টের তৃতীয় দিন মুশফিক-মিরাজের অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটিতে ভালোভাবেই প্রতিরোধ গড়ে তুলে দিন শেষ করে বাংলাদেশ। কিন্তু চতুর্থ দিনের প্রথম ওভারেই ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হয়ে যান মেহেদী হাসান মিরাজ।
এ রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ১০৪.৫ ওভার শেষে সাত উইকেটে ৩২৪। মুশফিকুর রহিম ৮১ রানে ব্যাট করছেন। আগের দিনের ৫১ রানের সঙ্গে আজ একটি রানও যোগ করতে পারেননি মিরাজ।
তবে তৃতীয় দিন চাপের মুখে মুশফিকের সঙ্গে দুর্দান্ত ব্যাটিংয়ে নিজের জাত চেনাতে সামর্থ্য হন ১৯ বছরের তরুণ মেহেদি হাসান। ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি পেয়ে যান এ উঠতি অলরাউন্ডার।
উল্লেখ্য ছয় উইকেটে ৬৮৭ রান তোলার পর ইনিংস ঘোষণা করে টিম ইন্ডিয়া। ফলোঅন এড়াতে বাংলাদেশের প্রয়োজন এখনও ১৬৪ রান।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












