দর বৃদ্ধির শীর্ষে স্টাইল ক্র্যাফট
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৬-২২ ১৫:২৮:৪৪

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে স্টাইল ক্র্যাফট লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৬৬ বারে ৫ লাখ ১০ হাজার ৫৮৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৭ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা রহিমা ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৭১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩২ বারে ১ লাখ ৩৮ হাজার ১৩৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৫৭ শতাংশ। কোম্পানিটি ২০২ বারে ১৭ লাখ ৮০ হাজার ৭৭৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – লিগ্যাসী ফুটের ৩.০১ শতাংশ, পাইওনিয়র ইন্স্যুরেন্সের ২.২০,ফাইন ফুডসের ১.৩৯ , দেশ গার্মেন্টসের ১.২০ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের .৬১ শতাংশ প্যারামাউন্ড ইন্স্যুরেন্সের .৫৫ শতাংশ ও সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ০.৪৬ শতাংশ দর বেড়েছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












