দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৬-২২ ১৬:০৩:৪২

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১২৪ বারে ২ লাখ ২০ হাজার ১৫০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৪ বারে ২ লাখ ৩৭ হাজার৮৪৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯০ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৩ বারে ২৩ হাজার ৫৬৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–বে লিজিংয়ের ৯.৩০ শতাংশ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ৮.২৪ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ৮.১১ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৭.৮৯ শতাংশ, এএফসি এগ্রোর ৭.৫৯ শতাংশ এবং সিভিও পেট্রোকেমিক্যালের ৭.৩২ শতাংশ দর কমেছে।
এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












