
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৭৫ বারে ২ লাখ ৭৪ হাজার ৭৫১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ২৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা দেশ গার্মেন্টসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ৭৮২ বারে ১ লাখ ৭৬ হাজার ৮৬৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইন্দো বাংলা ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১১ বারে ৩১ লাখ ১৫ হাজার ৯৪৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৯.৩৮ শতাংশ, ফিনিক্স ইন্স্যুরেন্সের ৮.৩০ শতাংশ, রহিম টেক্সটাইলের ৮.০৩, ,ন্যাশনাল টিউবস ৬.৬৮ শতাংশ, মিডল্যান্ড ব্যাংক ৬.৫৫ শতাংশ, সোনার বাংলার ৬.১১ শতাংশ, স্টাইল ক্রাফটের ৫.৬৪ শতাংশ দর বেড়েছে।
এসকেএস