হুমায়ুন ফরীদির প্রস্থানের ৫ বছর
প্রকাশ: ২০১৭-০২-১৩ ১৪:১২:২৯
ফাল্গুনের প্রথম দিন যখন সবাই বসন্তকে স্বাগত জানাতে ব্যস্ত, ঠিক তখনই মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের তুমুল অভিনেতা হুমায়ুন ফরীদি ২০১২ সালের এই দিনে (১৩ ফেব্রুয়ারি) সবাইকে ছেড়ে যান না ফেরার দেশে। আজ কিংবদন্তি এই অভিনেতার পঞ্চম মৃত্যুবার্ষিকী।
হুমায়ুন ফরীদি ছিলেন একাধারে নাট্য অভিনেতা, চলচ্চিত্র অভিনেতা ও নির্দেশক। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একাধিক পুরস্কার। ১৯৫২ সালের ২৯ মে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। ছাত্রাবস্থাতেই ঢাকা থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত হন। এরপর ধীরে ধীরে নাটক ও ছবিতে নিয়মিত অভিনয় শুরু করেন।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে শ্যামল ছায়া, জয়যাত্রা, আহা!, হুলিয়া, একাত্তরের যিশু, ব্যাচেলর প্রভৃতি। উল্লেখযোগ্য টিভি নাটকের মধ্যে রয়েছে সংশপ্তক, নীল নকশার সন্ধানে (১৯৮২), দূরবীন দিয়ে দেখুন (১৯৮২), ভাঙনের শব্দ শুনি (১৯৮৩), ভবের হাট (২০০৭), শৃঙ্খল (২০১০) প্রভৃতি।