
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৩৫৯ বারে ১৪ লাখ ১৬ হাজার ৯৫৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৫৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা মুন্নু সিরামিকসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২৬০ বারে ৭ লাখ ৯৫ হাজার ৯৮৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৬০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৭০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৭৪ বারে ৫ লাখ ১৭ হাজার ৪৬৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৬.০৬ শতাংশ , সি পার্ল বিচ রিসোর্টের ৫.২৫ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৭৬ শতাংশ, সিলভা ফার্মার ৪.১৭ শতাংশ, আমান কটনের ৩.৯৪ শতাংশ, লাভেলোর ৩.৫৩ শতাংশ ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৩.৫০ শতাংশ দর বেড়েছে।
এসকেএস