দর পতনের শীর্ষে জিএসপি ফাইন্যান্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৬-২৪ ১৫:৩৪:১৫


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জিএসপি ফাইন্যান্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৩৯ বারে ৩ লাখ ৭৪ হাজার ৫০১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৯ বারে ১ লাখ ৮৮ হাজার ৯৬৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফনিক্স ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮০ বারে ১৭ হাজার ৯০৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–জাহিন স্পিনিংয়ের ৪.৩৫ শতাংশ,স্টাইল ক্র্যাফটের ৩.৯২ শতাংশ, জেনারেশন নেক্সটের ৩.৮৫ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ৩.৫৪ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৩.৫৩ শতাংশ, ফাস্ ফাইন্যান্সের ৩.৪৫ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৩.৪৫ শতাংশ দর কমেছে।

 

এসকেএস