রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন স্বপ্ন’র উদ্যোগে সপ্তাহব্যাপী ‘অমর একুশে গ্রন্থমেলা-২০১৭’ শুরু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় মেলার উদ্ধোধন করেন উদ্বোধক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন ।
অনুষ্ঠানে স্বপ্ন’র সভাপতি সাজিদুর রহমান রুমনের সভাপতিত্বে উপাচার্য বলেন, একটি সংগঠনের এ আয়োজন ভাল উদ্যোগ। ভাষার মাসে এই আয়োজন আমাদেরকে অনুপ্রাণিত করে। আমি আশা করি, আগামীতে শুধু স্বপ্ন নয় প্রতিটি বিভাগ এমন আয়োজন করবে। যাতে একুশে বইমেলার মতো আকার লাভ করে।
মেলায় আরো উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান, প্রক্টর অধ্যাপক ড. মজিবুল হক আজাদ খান, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাজমা আফরোজ প্রমুখ। গ্রন্থমেলাটি আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।
সানবিডি/ঢাকা/এসএস