ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, তিনজনের মৃতুদণ্ড কার্যকর করলো ইরান
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-০৬-২৫ ১৩:০৮:০২

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে তিন জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। গুপ্তচরবৃত্তির অপরাধ প্রমাণিত হওয়ায় বুধবার (২৫ জুন) তাদের বিরুদ্ধে এই সাজা কার্যকর হয়।
এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স ।
এ বিষয়ে ইরানি বিচারব্যবস্থার ক্রোড়পত্র মিযান বার্তাসংস্থা জানিয়েছে, মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত ওই ব্যক্তিরা ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তাকে গোপনে হত্যার উদ্দেশ্যে প্রয়োজনীয় সরঞ্জাম চোরাচালানিতে যুক্ত ছিল।
ওই কর্মকর্তার নাম বা অন্য কোনও বিস্তারিত তথ্য মিযান প্রকাশ করেনি।
সাম্প্রতিক সংঘর্ষের আগে বহু বছর ধরে ইসরায়েলের সঙ্গে ছায়াযুদ্ধে জড়িত ছিল ইরান। এ সময় মোসাদের সঙ্গে সম্পর্ক থাকা এবং ইরানের অভ্যন্তরে ইসরায়েলি স্বার্থ প্রতিষ্ঠায় জড়িত থাকার দায়ে অসংখ্য মানুষকে প্রাণদণ্ড দিয়েছে ইরানি আদালত। এসব অপরাধের মধ্যে রয়েছে দেশটির পরমাণু বিজ্ঞানীদের হত্যা থেকে শুরু করে পারমাণবিক কর্মসূচি ক্ষতিগ্রস্ত করার মতো বিভিন্ন ধরনের কর্মকাণ্ড ছিল।
এদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বিগত কয়েকদিনে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সাত শতাধিক মানুষকে গ্রেফতার করেছে ইরানি আইনশৃঙ্খলা বাহিনী।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













