আজও বেড়েছে সূচক ও লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৬-২৫ ১৫:১২:১৩


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে বেড়েছে টাকার পমিাণে লেনদেন এবং বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটর দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৬৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৯০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯৫ টির, দর কমেছে ৪৬ টির এবং দর পরিবর্তীত রয়েছে ৫৯ টির।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪১৩ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৪০ কোটি ৫১ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৩৭২ কোটি ৭০ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৩৪ পয়েন্টে।

দিনভর সিএসইতে হাত বদল হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২১ টির, কমেছে ৭৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর। আজ সিএসইতে ৪৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

এসকেএস