দর বৃদ্ধির শীর্ষে ইন্দো-বাংলা ফার্মা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৬-২৫ ১৫:৩৭:৩৩


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৬৯ বারে ৬২ লাখ ১ হাজার ১৩১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৩৫ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা এডিএন টেলিকমের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৩৮ বারে ৪ লাখ ৩১ হাজার ৯৫২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৯৪ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সিলভা ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ শতাংশ। কোম্পানিটি ৮১৬ বারে ১৫ লাখ ৮৮ হাজার ৫৭২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৭১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – বঙ্গজের ৮.৩৩ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৮.০৬ শতাংশ, ফার কেমিক্যালসের ৬.৯৫ শতাংশ, কপারটেক ইন্ডাস্ট্রিজের ৬.৪৫ শতাংশ, ইউনিট হোটেলের ৫.৭২ শতাংশ, জেমিনি সি ফুডসের ৫.৪৪ শতাংশ ও স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস