দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়েটার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৬-২৬ ১৫:৪৪:৩০


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ড্রাগন সোয়েটার লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫০১ বারে ৬০ লাখ ৯৮ হাজার ৭৫৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৮১ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৬৪ বারে ৮ লাখ ২০ হাজার ১৬৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৭০ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা দেশ গার্মেন্টসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৬৭ বারে ২ লাখ ৮৮ হাজার ৪৯৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –ডি বি এইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.৩০ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮.১১ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.৩২ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৫.৬৬ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ৫.৬৩ শতাংশ, ইন্টার্ন ক্যাবলসের ৫.৬১ শতাংশ ও রহিমা ফুডের ৫.৫৮ শতাংশ দর বেড়েছে।

 

 

এসকেএস