সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ব্যাংক এশিয়া ১ম পারপিচ্যুয়েল বন্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৬-২৮ ১০:৫৬:১১


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ব্যাংক এশিয়া ১ম পারপিচ্যুয়েল বন্ড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে বন্ডটির দর বেড়েছে ৮৬ দশমিক ০২ শতাংশ। বন্ডটির সমাপনী মূল্য ছিল ৮,৬৫০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্দো-বাংলা ফার্মার শেয়ার দর বেড়েছে ৩১ দশমিক ৯১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১২.৪০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে রহিমা ফুডের শেয়ার দর বেড়েছে ২৪ দশমিক ৯০ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৯০.৮০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ইয়াকিন পলিমারের ২২.৫২ শতাংশ, নিউলাইন ক্লথিংয়ের ২১.৩১ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ২০.৮৮ শতাংশ, দেশ গার্মেন্টসের ১৮.২১ শতাংশ, লিগ্যাছি ফুটওয়্যারের ১৭.৬৭ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৬.০৭ শতাংশ এবং ন্যাশনাল টিউবসের ১৪.৯৯ শতাংশ।

 

এসকেএস