‘আমাকে চুমু খাও’ বললেন ধোনি
প্রকাশ: ২০১৭-০২-১৪ ১২:২৩:২৮

আজ ভালবাসা দিবস, আর গতকাল ছিল ‘কিস ডে’। যে দিনটি উদযাপন করেছে গোটা বিশ্ব। এমন দিনে কী বার্তা দিলেন ‘ধোনি’! সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন, ‘কিস মি’। আর তা দেখে অবাক অনলাইন দুনিয়া।বিষয়টা ঠিক কী? এই ‘ধোনি’ বাস্তবের নন, সিনেমার হিরো। মানে হলো সুশান্ত সিংহ রাজপুত। ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র নায়ক। এমনিতে সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতি দিনই আপডেট দিতে থাকেন নায়ক।
সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের একটি ছবি দিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাকে চুমু খাও। আর আমি কখনও যা বলিনি, তার সবটাই তুমি জান।’ কার উদ্দেশ্যে এই বার্তা তা অবশ্য খোলসা করেননি সুশান্ত।
‘কিস ডে’তে কেন প্রকাশ্যে এমন বার্তা দিলেন সুশান্ত তা নিয়ে চর্চা শুরু হয়েছে বিনোদন মহলে। তবে বলিউড বলেই তো কথা, কখন কী ঘটে সেটি দেখার অপেক্ষা! কাকেই বা এই আহবান জানালেন সেটাও ভারতীয় মিডিয়া বের করে আনবে কিছুদিনের মধ্যে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












