জমি ক্রয় করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-০৬-২৯ ১২:৫২:৩৬


পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের জন্য গাজীপুরে সীম অ্যাগ্রো ফুডস লিমিটেড থেকে ১৩ কোটি ৭০ লাখ টাকা দিয়ে ৪৬০ শতক জমি ক্রয় করবে। এছাড়া গাজীপুরেই কয়েকজনের ব্যক্তি মালিকানাধীন ব্যক্তির কাছ থেকে ৬ কোটি ৩০ লাখ টাকা দিয়ে ২০৮.৫০ শতক জমি ক্রয় করবে।

এছাড়া, নারায়নগঞ্জে ৯০ লাখ ৪০ হাজার ৫০০ টাকা দিয়ে ২৫.৮৩ শতক জমি কিনবে। একই জেলায় ২৭ লাখ ১২ হাজার ৫০০ টাকা দিয়ে আরও ৭.৭৫ শতক জমি ক্রয় করবে।

 

এসকেএস