যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় বাংলাদেশি তরুণী নিহত
প্রকাশ: ২০১৭-০২-১৪ ১২:৪৩:৪৫

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি তরুণী শায়রা নূর লামিছা (২১)।
যুক্তরাষ্ট্রের লস আ্যঞ্জেলসে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা জানান, স্থানীয় সময় ১২ ফেব্রুয়ারি আড়াইটায় সান তিয়াগোর পাম ভ্যালি ক্লিভল্যান্ড ন্যাশনাল ফরেস্টে লামিছার প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়।
এক প্রশিক্ষক ও দুইজন প্রশিক্ষণার্থী নিয়ে সেসলা-১৭২৫ প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের কিছু সময় পরই বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও লামিছাকে উদ্ধার করা হয় মৃত অবস্থায়।
শায়রা নূর লামিছা বৈমানিক কোর্সে লেখাপড়া করতে ২০১৬ সালের মে মাসে স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্র যান। তিনি সান দিয়াগোতে আমেরিকান অ্যাভিয়েশন একাডেমি ফ্লাইট স্কুলে বৈমানিক প্রশিক্ষণ কোর্সে লেখাপড়া করছিলেন।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













