
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আমান কটন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৯ বারে ৬৮ হাজার ৬৯৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নিউ লাইন ক্লথিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ০৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৭৯ বারে ১৩ লাখ ৭৯ হাজার ৯৭৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইয়াকিন পলিমারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৬৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৬৪ বারে ২ লাখ ৮২ হাজার ৯০০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–ওয়েস্টার্ন মেরিনের ৩.৫৩ শতাংশ, সমতা লেদারের ৩.৪৮ শতাংশ, বিডি ল্যাম্পের ৩.২৮ শতাংশ, রহিম টেক্সটাইলের ৩.২৫ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৩.২৩ শতাংশ, স্টাইল ক্রাফটের ৩.২২ শতাংশ এবং বিকন ফার্মার ৩.০৬ শতাংশ দর কমেছে।
এসকেএস