গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভয়াবহ অবস্থায় রয়েছে: রেড ক্রস

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৫-০৬-৩০ ০৯:৩৭:৫৬


বিধ্বস্ত গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা চলতে থাকায় সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা ভয়াবহ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে রেড ক্রস।

এ বিষয়ে গাজার দেইর আল-বালাহ এলাকা থেকে রেড ক্রসের মুখপাত্র হিশাম মেহান্না আল জাজিরাকে বলেন, “১৮ মার্চ থেকে যুদ্ধ আবার শুরু হওয়ার পর, এক সপ্তাহও এমন যায়নি যেদিন কোনো হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ডাক্তার বা নার্স হামলার শিকার হয়নি।”

তিনি জানান, চিকিৎসাকর্মীরা সব সময় হামলার ঝুঁকিতে থাকেন। আহত ও নিহত মানুষের সংখ্যা এত বেশি যে তারা ঠিকমতো সামলাতে পারছেন না।

রেড ক্রসের রাফাহ ফিল্ড হাসপাতাল মাত্র ৬০ জন রোগী রাখার ব্যবস্থা রয়েছে। কিন্তু গত এক মাস ধরে সেখানে অনেক বেশি আহত মানুষ আসছেন।

অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন, যারা রাফাহর ত্রাণ বিতরণের জায়গায় যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানান মেহান্না।

তিনি আরও বলেন, “প্রতিদিনই এই হাসপাতাল তার ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ রোগী নিতে বাধ্য হচ্ছে। আমাদের সরঞ্জাম ও ওষুধ খুব কম এবং সাহায্য ঢুকতে না পারায় পরিস্থিতি আরও খারাপ।”

রাফাহর এই হাসপাতালটিই এখন একমাত্র পুরোপুরি চালু আছে এবং এটি গাজার সবচেয়ে ভালো হাসপাতালগুলোর একটি।

এই পরিস্থিতি দেখেই বোঝা যায়, গাজায় স্বাস্থ্য ব্যবস্থা কতটা ধ্বংস হয়ে গেছে।

সূত্র: আল জাজিরা

এনজে